
বিতর্ক ছড়াতে তিনি ওস্তাদ। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন প্রক্রিয়াকে রীতিমত রঙিন করে তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। কেউ সোল্লাসে হাততালি দিচ্ছে। কেউ হাসছেন। কেউ বা রেগে আগুন ট্রাম্পের কাণ্ড-কারখানায়। ডোনাল্ড ট্রাম্প শেষপর্যন্ত হোয়াইট হাউসে ঢুকতে পারবেন কিনা তা ঠিক করবেন আমেরিকান ভোটাররাই। কিন্তু জীবনের ভোগ-বিলাস-প্রাপ্তিতে ট্রাম্পের ধারে-কাছে আসতে পারবেন সে দেশের খুব কম মানুষই।
৬৯ বছর বয়সী ট্রাম্পের সম্পত্তির পরিমাণ ৮৭০ কোটি ডলার। কেমন রাজকীয় তাঁর জীবনযাপন তা ওঁর ব্যক্তিগত বিমান বা বাংলোর অন্দরমহল দেখলেই বুঝবেন।
১. যুবক ডোনাল্ড ট্রাম্প ও তাঁর প্রিয় রোলস রয়েস। ট্রাম্প কর্মজীবন শুরু করেছিলনে পিতার রিয়েল এস্টেট কোম্পানি থেকে।
২. একাধিক গল্ফ কোর্স রয়েছে তাঁর। ছবিটিতে নিজের হেলিকপ্টারের সামনে দাঁড়িয়ে রয়েছেন ট্রাম্প।
৩. ওয়াশিংটন ডিসিতে ২০ মিলিয়ন ডলারের গল্ফ কোর্স এটি। মালিক ট্রাম্প।
৪. গাড়ি চড়তে যদি একঘেয়ে লাগে তাঁর ক্ষতি কী? আকাশ তো অনেক বড়। তাঁর নিজের প্লেন রয়েছে। বোয়িং ৭২৭-২৩।
৫. নিজের বিমানে এই বেড রুমেই বিশ্রাম নেন ট্রাম্প।
৬. কাজের জায়গায় ব্যস্ত ট্রাম্প।
৭. এটি তাঁর ‘ছোট্ট নীড়’। নাম ট্রাম্প টাওয়ার।
৮. কথাবার্তায় আভিজাত্যের লেশ না থাক, বাড়িতে তার ছাপ সর্বত্র।
৯. কথাবার্তায় আভিজাত্যের লেশ না থাক, বাড়িতে তার ছাপ সর্বত্র।
১০. ফ্লোরিডায় পাম বিচে আরও একটি চোখ ধাঁধানো বাড়ি।
১১. স্থলপথ আর আকাশপথ তো হল, বাকি কেন যাবে জলপথ? ট্রাম্পের নিজস্ব প্রমোদ তরণী।
১২. ট্রাম্পের প্রমোদ তরণীর অন্দরমহল।
এ্যালবাম:
আপনার মন্তব্য প্রকাশ করুন: