
পপ সম্রাট মাইকেল জ্যাকসন নাকি এখনও বেঁচে আছেন, মারা যাননি এমনই দাবী করছে একটি ভিডিও। ইউ টিউবের এই ভিডিওটির দাবী অনুসারে ২০১৬ সালে একটি প্রেক্ষাগৃহে ভিড়ের মধ্যে নাকি তাঁকে দেখা যাচ্ছে।
আমরা জানি ২০০৯ সালে হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান এই প্রবাদপ্রতিম শিল্পী। কিন্তু, এই ভিডিওটির দাবি, বিশ্ব বিখ্যাত এই পপ তারকা কানাডা বা আফ্রিকায় লুকিয়ে রয়েছেন।
‘যুক্তি’ দিয়ে এই ভিডিওটিতে দেখানোর চেষ্টা করা হয়েছে এমজের মৃত্যু সংক্রান্ত ঘটনাক্রমের মধ্যে বেশ কিছু ‘অস্বাভাবিক ত্রুটির দিক’।
ভিডিওটির শুরুতেই যারা এটা তৈরী করেছেন তাঁরা জানাচ্ছেন যে তার মাইকেল জ্যাকসানের বড় ভক্ত। এবং তারা বলেছেন, “এখানে (ভিডিওটিতে) এমন কিছু প্রমাণ আছে যা থেকে বোঝা যায় মাইকেল জ্যাকসন এখনও বেঁচে আছেন।”-সংবাদমাধ্যম
ভিডিওটা দেখে নেওয়া যাক:
[embedyt] http://www.youtube.com/watch?v=a1kI0u1tz4g[/embedyt]
Follow Facebook
আপনার মন্তব্য প্রকাশ করুন: